নিজস্ব প্রতিবেদক: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর পরিচালক (এটেস্ট ও ভূমি-২) শেখ শাহীনুল ইসলামকে বদলী করা হয়েছে। প্রায় ১০ বছর পর এই ক্ষমতাধর ব্যক্তিকে বদলী করতে সঙ্গম হয়েছে বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মোঃ ছিদ্দিকুর রহমান সরকার।
গত ৪ জুন এক অফিস আদেশে শেখ শাহীনুল ইসলামকে রাজউক এর পরিচালক (জোন ৭) এ বদলী করা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পরিচালক (প্রশাসন) মো. মমিন উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে শেখ শাহীনুল ইসলামকে বদলী করা হয়। শেখ শাহীনুল ইসলামের স্থলে জোন ৭ এর পরিচালক মোহাম্মদ মনির হোসেন হাওলাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে । তবে এ দপ্তর ছাড়তে রাজী নয় শেখ শাহীন। এ জন্য তিনি বিভিন্ন মহলে ইতিমধ্যে তদ্বীর শুরু করেছেন।
জানা গেছে, গত ১০ বছরে তার বিরুদ্ধে পূর্বাচল শহর (এটেস্ট ও ভূমি-২) এ ঘুষ ও নানাবিধ অভিযোগের শেষ নাই। একাধিক চেয়ারম্যান এসে চলে গেছে কিন্তু শেখ শাহীনুল ইসলাম তার চেয়ারে বসে রাজার হালে দুর্নীতি করেছেন। তার বিভিন্ন অনিয়ম ও দুনীর্তি বিব্রত সরকারের হাই-কমান্ড। সর্বশেষ এক বিচারকের কাছে ২ কোটি টাকা ঘুষ দাবী করে আলোচনা আসেন শেখ শাহীন। এসব ছাড়াও রাজউক ভবনে ডেকে ঠিকাদারকে মারধরের ঘটনাও ঘটিয়েছেন।
এদিকে শেখ শাহীনুল ইসলামের বদলীর আদেশের খবর শুনে অনেক কর্মকর্তা-কর্মচারীর মুখে আনন্দ ফুটেছে। মনের আশা পূরন হয়েছে এমন ভাবনা থেকে কেউ কেউ মজসিদ ও ফকিরদেরকে টাকা দিচ্ছেন। আবার কারো কারো মাঝে আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে বেশিরভাগ শেখ শাহীনুল ইসলামের দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত এমন কর্মকর্তা-কর্মচারীরা। পুরো পূর্বাচল শহর জুড়ে নিজের সিন্ডিকেট দিয়ে নিয়ন্ত্রণ করতে শাহীন। শেখ শাহীনুল ইসলামের সিন্ডিকেট নিয়ে আসছে আমাদের প্রতিবেদন।
‘মুন্সীগঞ্জের শ্রীনগরের মদনখালী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির আবারো সভাপতি নির্বাচিত হলেন বাহার’
এইচ এম হাকিমঃ শিক্ষা জাতির মেরুদণ্ড, মান সম্মত শিক্ষা ব্যবস্থা......বিস্তারিত