TadantaChitra.Com | logo

৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কমবে দিনের তাপমাত্রা, অব্যাহত থাকতে পারে বৃষ্টি

প্রকাশিত : জুন ১৪, ২০২৪, ১৩:৩৪

কমবে দিনের তাপমাত্রা, অব্যাহত থাকতে পারে বৃষ্টি

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এদিকে তাপপ্রবাহ এখনো কিছু জায়গায় অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা বিভাগসহ রাজশাহী এবং পাবনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

শনিবারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম বলেন, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

এসময়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এদিকে গতকাল রাজধানীতে ৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সারাদেশ বরিশাল ছাড়া প্রায় সব বিভাগে কম বেশি বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ২০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোর ও চুয়াডাঙ্গায়।

‘নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত সংগ্রাম পরিষদ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত’

‘নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত সংগ্রাম পরিষদ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত’

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ জেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত সংগ্রাম পরিষদ......বিস্তারিত


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।