আফ্রিকার মালিতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় ৪০ জনের মৃত্যু

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্রোহে জর্জরিত মধ্য মালির একটি গ্রামে অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা হামলা চালিয়ে প্রায় ৪০ জনকে হত্যা করেছে।

স্থানীয় সময় গত সোমবার মোপ্তি অঞ্চলের ডিজিগুইবোম্বো গ্রামে এই হামলার ঘটনা ঘটে। মালির উত্তর ও মধ্যাঞ্চলীয় বেশ কয়েকটি অঞ্চলে আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলো এক দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রয়েছে।

যেখানে হামলা হয়েছে সেই অঞ্চলটিও এর মধ্যে রয়েছে। এ ছাড়া সাহেল অঞ্চলজুড়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যে সংঘাত চলছে মালি তার উপকেন্দ্র। এতে হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক নিহত এবং লাখ লাখ মানুষ বাস্ত্যুচুত হয়েছেন ব্যাঙ্কাসের মেয়র মৌলেয়ে গুইন্দো বলেন, ‘গ্রামটিতে গুরুতর হামলা হয়েছে। সশস্ত্র সন্ত্রাসীরা গ্রামটি ঘিরে ফেলে এবং লোকজনকে গুলি করতে শুরু করে।

সন্ত্রাসীরা যখন গ্রামটি ঘিরে ফেলে তখন সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। নিহতদের বেশিরভাগই পুরুষ। দেশটির এক শীর্ষ কর্মকর্তা বলেন, এটি গণহত্যা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

সূত্র : রয়টার্স

সংবাদটি শেয়ার করুন...

  • ৪০ জনের মৃত্যু
  • আফ্রিকার মালি
  • সশস্ত্র সন্ত্রাসী হামলা