TadantaChitra.Com | logo

৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জুনে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমলেও খাদ্যে ১০ শতাংশের ওপরে

প্রকাশিত : জুলাই ০৭, ২০২৪, ১৫:০২

জুনে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমলেও খাদ্যে ১০ শতাংশের ওপরে

সদ্যবিদায়ী জুন মাসে মূল্যস্ফীতি সামান্য কমে ৯ দশমিক ৭২ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে এই হার ছিল ৯ দশমিক ৮৯ শতাংশ। তবে গ্রাম ও শহরে খাদ্য মূল্যস্ফীতি ১০ শতাংশের ওপরেই রয়ে গেছে।

আজ রোববার (৭ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করে। বিবিএসের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, জুন মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমেছে। খাদ্য পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২ শতাংশ, আর খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ১৫ শতাংশ।

গ্রাম এবং শহরেও মূল্যস্ফীতি কমেছে বিদায়ী জুন মাসে। শহর এলাকায় সার্বিক মুদ্রাস্ফীতি ৯ দশমিক ৫৮ শতাংশ এবং গ্রামীণ অঞ্চলে ৯ দশমিক ৮১ শতাংশ। শহর এলাকায় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ১০ দশমিক ৫৪ শতাংশ, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৯৮ শতাংশ এবং গ্রামীণ এলাকায় খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ১০ দশমিক ৩৯ শতাংশ ও খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি ৯ দশমিক ২৬ শতাংশ।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।