TadantaChitra.Com | logo

৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ১৫ দোকান

প্রকাশিত : জুলাই ১১, ২০২৪, ১২:০৩

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ১৫ দোকান

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাটে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৫টি ব্যবসা-প্রতিষ্ঠান। এতে করে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার ভোররাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ২ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুৎতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে, কোথা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসা-প্রতিষ্ঠানের মধ্যে একটি প্লাস্টিকের দোকান ছাড়া বেশিরভাগই কাপড়ের দোকান ছিল। ব্যবসায়ীরা জানায়, বুধবার রাতে ব্যবসা-প্রতিষ্ঠানের কাজ শেষ করে সবাই দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়।

বৃহস্পতিবার ভোররাত সাড়ে তিনটার দিকে বাজারে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মূহুর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি দোকান পুরাপুরি পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও ব্যবসায়ীদের সহযোগিতায় ২ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জুলহাস, সবুজ মিয়া ও সুমন জানান, রাতে তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান।

বাজারে আগুন লেগেছে বলে হঠাৎ ভোররাতে খবর পান। পরে এসে দেখেন দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেকে ঋণ নিয়ে ব্যবসা করছে তবে, এখন সব শেষ। সরকারী সহযোগিতা ছাড়া কোনভাবেই সামনে চলতে পারবেন না তারা। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, ‘আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট ২ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এর মধ্যে ১৫টি দোকান পুড়ে গেছে।

এতে অনেক ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।’


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।