TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাক ধরে কি টানল শাশুড়ি?

প্রকাশিত : জুলাই ১৩, ২০২৪, ১০:৫৬

নাক ধরে কি টানল শাশুড়ি?

রাধিকা এখন আম্বানিদের ছোটি বহু। বিয়ের জন্য তিনি বেছে নিয়েছিলেন আবু জানি সন্দীপ খোসলার পোশাক।

বরমালার পরে একটি ‘পোনখনু’ অনুষ্ঠান হয়েছিল যেখানে কনের মা বরকে মণ্ডপে স্বাগত জানান। একটি ভিডিয়োতে অনন্ত আম্বানিকে স্বাগত জানাতে দেখা যায় রাধিকা মার্চেন্টের মা শায়লা মার্চেন্টকে। এই নিয়মে শাশুড়িরা নাক ধরে টানে তাঁদের জামাইরাজার। ভিডিয়োতে স্পষ্ট বরের বাড়ির লোকেরা নাক চেপে রেখেছে অনন্তের।

অনন্ত-রাধিকার বিয়েতে উপস্থিত ছিলেন রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান এবং খোলো কার্দাশিয়ান, স্যামসাং চেয়ারম্যান লি জে-ইয়ং, শাহরুখ খান, সলমন খান, দীপিকা পাড়ুকোন-সহ বলিউডের এ-লিস্টাররা।

এছাড়াও ছিলেন ভিকি-ক্যাটরিনা, জাহ্নবী-শিখর, রণবীর-আলিয়ারা বাবার হাত ধরে মণ্ডপে প্রবেশ করেছিলেন রাধিকা। সেই বিশেষ মুহূর্তকে আরও বিশেষ করে তোলেন শ্রেয়া ঘোষাল। লাইভ পারফর্ম করেন তিনি আম্বানিদের ছোটি বহুরানির এন্ট্রিতে।

তবে আম্বানিদের বিয়েতে আসা নিয়ে চর্চায় বচ্চন পরিবার। কেন না, মা-বোন জয়া আর শ্বেতার সঙ্গে বিয়েবাড়িতে আসেন অভিষেক বচ্চন। আর সবাইকে অবাক করে মেয়ে আরাধ্যাকে নিয়ে একা আসেন ঐশ্বর্য। এছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন এদিনকে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।