বন্ধ হলো পাকিস্তানে শিশুদের সরবরাহ করা ‘অনৈসলামিক’ মায়ের দুধের ব্যাংক

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

পাকিস্তানের করাচিতে একটি হাসপাতালে খোলা হয়েছিল মায়ের বুকের দুধের একটি ব্যাংক। অপূর্ণ শিশুদের এই ব্যাংক থেকে দুধ সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছিল। চলতি বছরের জুনে দুধ ব্যাংকটি কার্যক্রম শুরু করে। কিন্তু এটি আবার বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ ইসলামিক ব্যক্তিত্বরা এটিকে ‘অনৈসলামিক’ হিসেবে অভিহিত করেছেন।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, অপূর্ণ শিশুদের মায়ের দুধের ব্যাংক থেকে দুধ সরবারহ করার পরিকল্পনায় এটি খোলা হয়েছিল। চলতি বছরের জুন মাসে এ দুধ ব্যাংকটি কার্যক্রম শুরু করে। গত বছরের ডিসেম্বরে এটি চালুর পরিকল্পনার সময় ধর্মীয় ব্যক্তিত্বরা সম্মতি দিয়েছিলেন। তবে জুনে এটির কার্যক্রম শুরু হলে তারা নিজেদের অবস্থান থেকে সরে আসেন। আর এরপরই এটি বন্ধ করা হয়।

যদিও শুক্রবার (১২ জুলাই) দেশটির চিকিৎসক এবং জাতীয় ইসলামিক পরিষদ জানায়, যৌথ আলোচনার ভিত্তিতে এটি আবার চালু করার চেষ্টা করা হচ্ছে।

এ প্রসঙ্গে জামাল রেজা নামের এক চিকিৎসক বলেন, ‘একটি অপূর্ণ শিশুর জীবন বাঁচানোর জন্য সবচেয়ে কার্যকরী হলো দুধ খাওয়ানো। যদিও সাধারণ মানুষের এ নিয়ে কোনো ধারণাই নেই।’ ২০২৩ সালের ডিসেম্বরে জামিয়া দারুল উলুম দুধ ব্যাংকটি খোলার সম্মতি দিয়ে ফতোয়া দেয়। এরপর সরকারের জাতীয় ইসলামী আদর্শ পরিষদ এই ফতোয়া নিয়ে প্রশ্ন তোলে। তারা জানায়, ইসলামে আত্মীয়তা নিয়ে যে বিধান রয়েছে এর মাধ্যমে তা ভঙ্গ হওয়ার ঝুঁকি আছে।

 

 

সংবাদটি শেয়ার করুন...

  • অনৈসলামিক
  • পাকিস্তান
  • মায়ের দুধের ব্যাংক