চ্যাম্পিয়নস ট্রফির আগে বিরাট কোহলিকে অন্যরকম এক ‘লোভ’ দেখাচ্ছেন পাক কিংবদন্তি শহীদ আফ্রিদি। বলছেন, ‘পাকিস্তানে এলে ভারতের ভালোবাসা ও আতিথেয়তা ভুলে যাবে কোহলি।’
২০১৩ সালের পর থেকে প্রায় একযুগ দ্বিপক্ষীয় কোনো সিরিজে মুখোমুখি হয়নি ভারত-পাকিস্তান। বৈশ্বিক আসরগুলো সামনে রেখে বাবররা ভারতে এলেও, কোহলিরা এখনও পাননি পাকিস্তানের আতিথেয়তা। তাই মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির আগে কোহলিকে অন্য রকম এক ‘লোভ’ই দেখালেন আফ্রিদি। কোহলিরা যদি পাকিস্তানে আসেন, তবে ভারতে পাওয়া ভালোবাসা ও আতিথেয়তার কথা ভুলে যাবেন, ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ২৪ স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন আফ্রিদি।
এসময় ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখার অনুরোধ জানিয়ে এই পাক অলরাউন্ডার বলেন, ভারতীয় দলকে স্বাগত জানাই। পাকিস্তানের হয়ে আমরা যখন সফরে যেতাম, ভারতে অনেক সম্মান ও ভালোবাসা পেয়েছি। ভারত যখন ২০০৫-০৬ মৌসুমে এখানে সফরে এসেছিলো, তারাও অনেক ভালোবাসা ও সম্মান পেয়েছিলো। তারা সফরটি ও আতিথেয়তা উপভোগ করেছিলো।
তিনি আর বলেন, আমার মনে হয় ক্রিকেটারদের মধ্যে সম্পর্ক ও ক্রিকেট সফরকে রাজনীতির বাইরে রাখা উচিত। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে ভারতকে পাকিস্তানের মাটিতে আগাম স্বাগত জানিয়েছেন তিনি।
‘স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে খুন: ঘাতক সন্দেহে আরেক জনকে হত্যা’
বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫)......বিস্তারিত