ওবায়দুল কাদেরের সাথে ‘সন্তোষজনক’ আলোচনা শিক্ষক নেতাদের

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নিজামুল হক ভূইয়া বলেন, আলোচনা সন্তোষজনক হয়েছে। তবে কর্মবিরতির বিষয়ে সব পক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল। দুপুর একটায় বৈঠক শেষ হয়।

বৈঠক শেষে ড. নিজামুল হক বলেন, আমাদের তিন দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। খোলামেলা আলোচনা হয়েছে। শিক্ষক সমিতির ফেডারেশনে আলোচনা করে পরে মিডিয়ার সাথে কথা বলবো।

শিক্ষকদের চলমান কর্মবিরতি প্রসঙ্গে তিনি বলেন, সবগুলো বিশ্ববিদ্যালয়ে ফেডারেশনের সাথে কথা বলে, শিক্ষক সমিতির সাথে কথা বলে, সভা করে আমরা এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবো। দাবি সরকারের কাছে হলে রাজনৈতিক দলের সাথে আলোচনা কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একজন জাতীয় নেতা। প্রধানমন্ত্রীর নিদের্শে তিনি আমাদের সঙ্গে বসেছেন।

সংবাদটি শেয়ার করুন...

  • ওবায়দুল কাদের
  • তিন দফা দাবি
  • শিক্ষক নেতা
  • সন্তোষজনক’ আলোচনা