দেশের প্রেক্ষাগৃহে বাজিমাত করেছে—তুফান। মুক্তির পঞ্চম সপ্তাহে এসেও সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখনো চলছে সিনেমাটি। ভারতসহ বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে এটি। তাই এর সিক্যুয়েল ঘিরে দর্শকের জল্পনার শেষ হচ্ছে না।
কবে দ্বিতীয় কিস্তির শুটিং শুরু হবে? অভিনয়শিল্পীরাইবা কারা থাকছেন—এসব নানা প্রশ্ন উঁকি দিচ্ছে দর্শকের মনে। যুক্তরাষ্ট্র থেকে তাদের এই কৌতূহল মেটালেন পরিচালক রায়হান রাফি। জানালেন, ইতোমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। এখন চলছে ঘষামাজার কাজ। মাস দুয়েকের মধ্যে সিক্যুয়েলের কাজ শুরু হতে পারে।
তিনি বলেন— এবার আরও বড় পরিসরে আসবে তুফান ছবি। আগের ছবির প্রায় প্রত্যেক অভিনেতাই থাকবেন। টলিউডের প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এতে। সিক্যুয়েলে মিমি চক্রবর্তী থাকবেন কি না, এ প্রসঙ্গে নির্মাতা বলেন— আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি। ফলে, এই ছবিতেও তিনি থাকবেন। থাকবেন চঞ্চল চৌধুরীও।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলেছে তুফান। সারা বিশ্বের ১৫টি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পেয়েছে এই ছবি। সেখানকার বাঙালি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এটি। তবে ব্যতিক্রম কেবল পশ্চিমবঙ্গ। সেখানকার দর্শক শাকিব খানকে গ্রহণ করেননি। ফলে বক্স অফিসে এর আয় দশ লাখও ছুঁতে পারেনি।
নব্বই দশকের গ্যাংস্টারের গল্পে নির্মিত হয়েছে তুফান। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার বিপরীতে মিমি চক্রবর্তী ছাড়া দেখা গেছে নাবিলাকে।
‘বাবা-মা’র আশকারায় মাদকাসক্ত ছেলে !’
নিজস্ব প্রতিবেদক: ভোলা পৌরসভার ১ নং ওয়ার্ডের শাহজাহান এর ছেলে......বিস্তারিত