ঢামেকে আহত শিক্ষার্থীদের খোঁজ নিল ঢাবি শিক্ষক সমিতি

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

ছাত্রলীগের নেতাকর্মী ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক।

সোমবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে ঢামেক হাসপাতালে যান অধ্যাপক নিজামুল হক।

এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য ও টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম ভূইয়া। অধ্যাপক নিজামুল হক তার সঙ্গীদের নিয়ে জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন।

এরপর ঢামেক জরুরি বিভাগের সামনে গণমাধ্যমকে ড. মো. নিজামুল হক বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাবি শিক্ষক সমিতি। তাদের সুচিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন...

  • আহত শিক্ষার্থী
  • কোটা সংস্কারের দাবি
  • ড. মো. নিজামুল হক
  • ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢামেক
  • শিক্ষক সমিতির সভাপতি
  • সংঘর্ষের ঘটনা