TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করলেন বাংলা ফাইভের সিনা হাসান

প্রকাশিত : জুলাই ১৭, ২০২৪, ১৩:৩৪

‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করলেন বাংলা ফাইভের সিনা হাসান

কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশ। এক দফা এক দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। তাই তো জীবন বাজি রেখে কোটা সংস্কার চেয়ে রাস্তায় নেমেছে তারা। চলমান এই ইস্যুতে বেশ সরব দেশের শোবিজ অঙ্গন। কোটা সংস্কার চেয়ে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগীত শিল্পী সিনা হাসান এক পোস্ট করে ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একজন শিল্পী হিসেবে আমি ‘জয় বাংলা’ কনসার্ট বয়কট করলাম। এই ঠ্যাং চাটা তোষামোদকারী ‘ছেলেভুলানো’ কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোন হিসেবেই যেনো কখনই ডাকা না হয়।’ ক্যাপশনের শেষাংশ তার ভাষ্য, ‘আর আমার ব্যান্ডের অন্য মেম্বাররা যদি এটা না মানে তাইলে বাংলা ফাইভ ত্যাগ করতেও কুন্ঠাবোধ করবো না, যদিও আমার ব্যান্ডমেটদের সেই সম্ভাবনা আদৌ নাই।’

তার পোস্টে অসংখ্য ভক্ত-অনুরাগীদের মন্তব্য করতে দেখা গেছে।

একজন লিখেছেন, ‘ভাই আপনার প্রতি ভালোবাসা রইল।’ অন্য একজন লিখেছেন, ‘ভাই সময়ের সাহসী সীদ্ধান্তটা নিলেন। বুকে আসেন ভাই, আপনার এই প্রতিবাদ, গুলি খেয়ে শহীদ ছাত্র! বা আহত ছাত্রদের পক্ষে শক্তি হিসাবে কাজ করবে! আশা করছি আপনার থেকে দেখে অন্যরাও শিখবে।’ রকব্যান্ড বাংলা ফাইভের শিল্পী সিনা হাসান।

এর আগে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘মানুষের ভেতরকার মানসিক দ্বন্দ্ব, মধ্যবিত্তের সংকট, রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক এবং বাংলাদেশের বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে রচিত আমাদের গানগুলো। কোন রকম স্পন্সর না নিয়ে নিজেদের শ্রম ও সঞ্চয়কে পুঁজি করে নিজেদের প্লাটফর্মকে ভিত্তি করে গান প্রকাশ করে যাচ্ছি।’ সিনা হাসানের প্রথম অ্যালবাম ‘লাস্টবেঞ্চ’ (২০১৬) প্রকাশের পর ব্যান্ড গড়েন। এরপর তাদের প্রথম অ্যালবাম ‘কনফিউশন’ প্রকাশ হয় ২০১৯ সালের জানুয়ারিতে।

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।