বিএনপির বিক্ষোভ শিক্ষার্থীদের কমপ্লিট শার্টডাউনে

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

কোটা আন্দোলনকারীদের আহুত কমপ্লিট শার্টডাউন কর্মসূচিকে সমর্থন‌ জানিয়ে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ৮টায় যশোর জেলরোড এলাকা থেকে মিছিলটি বের হয়। এদিকে যশোর থেকে দূরপাল্লার সব যানবাহন বন্ধ রয়েছে। তবে স্বল্প দূরত্ব কিছু যানবাহন চলাচল করছে।

জানা গেছে, কোটা সংস্কারের এক দফা দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কমপ্লিট শার্টডাউন কর্মসূচি চলছে। সকাল থেকে শিক্ষার্থীদের মাঠে দেখা না গেলেও তাদের সমর্থনে মিছিল করেছে যশোর জেলা বিএনপি। সকাল ৮টার দিকে যশোর শহরের জেলরোড এলাকা থেকে মিছিলটি বের হয়। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে মিছিলটি শহরের প্রাণকেন্দ্র দড়াটানা, বড়বাজার ও পলিটেকনিক ইনস্টিটিউট এলকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীরা একটি যৌক্তিক আন্দোলনে রয়েছে। কিন্তু তাদের ওপরে সরকার অত্যাচার নিপীড়ন শুরু করেছে। ইতিমধ্যে সাত শিক্ষার্থী তাদের জীবন দিয়েছে। ফলে সন্তানতুল্য শিক্ষার্থীদের একা ছেড়ে না দিয়ে তাদের কর্মসূচিতে রাজপথে নেমেছেন তারা। সারাদিন শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে কর্মসূচির পক্ষে জনমত গঠন করবেন বলে জানিয়েছেন তারা। এ দিকে যশোর থেকে দূরপাল্লার সব যানবাহন বন্ধ রয়েছে। তবে স্বল্প দূরত্ব কিছু যানবাহন চলাচল করছে। পরিবহন‌ শ্রমিকরা জানান, সকাল থেকে দু’একটি বাস ছাড়লেও যাত্রীর সংখ্যা কম। শিক্ষার্থীরা সড়কে এসে গেলে তারা আর গাড়ি ছাড়বেন না।

সংবাদটি শেয়ার করুন...

  • কমপ্লিট শার্টডাউন
  • কোটা আন্দোলনকারী
  • বিএনপির বিক্ষোভ