TadantaChitra.Com | logo

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দর নগরী চট্টগ্রামের ফিসারীঘাট এলাকা মাদকের ভয়াবহ অভয়ারণ্যে

প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০১৯, ১৮:২৫

বন্দর নগরী চট্টগ্রামের ফিসারীঘাট এলাকা মাদকের ভয়াবহ অভয়ারণ্যে

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগরীর ৩৪ নং সিটি কর্পোরেশন এর কোতোয়ালি থানার আওতাধীন পাথরঘাটার ফিসারীঘাট এলাকা আজ মাদকের ভয়াবহ অভয়ারণ্যে পরিণত হয়েছে।নগরীর ঐতিহ্যবাহী কোতোয়ালি থানার সামান্য অদূরে প্রশাসনের নাকের ডগায় পাথরঘাটা ফিসারীঘাট এলাকায় প্রতিদিন সন্ধার পর যেন মাদকের হাট বসছে।সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও ফিসারীঘাট এলাকায় প্রকাশ্যে দেদারছে বিক্রি হচ্ছে চোলাই মদ,ইয়াবা সহ বিভিন্ন প্রকৃতির মাদকদ্রব্য।সারাদেশে মাদক বিরোধী এমন গুরুতর অভিযানের মধ্যেও প্রশাসনের পরোক্ষ মদদে এমন প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে ফিসারীঘাট এলাকায়। প্রশাসনের কর্তাব্যক্তিগন লোক দেখানো কয়েকবার অভিজান চালালেও প্রকৃত মাদক ব্যবসায়ীরা যেন ধরা ছোঁয়ার বাইরে।স্থানীয় থানার কয়েকজন অসৎ কর্মকর্তার যোগসাজশে উক্ত মাদক ব্যবসায়ীরা তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এলাকাবাসীর এমন অভিযোগ বহু পূরনো।পুলিশ খুঁজে না পেলেও এই মাদক ব্যবসায়ীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে,চালিয়ে যাচ্ছে তাদের অবৈধ কার্যক্রম।প্রতিদিন সন্ধার আধার নেমে আসার সাথে সাথে হরেক রকমের লোকজন আসা শুরু করে মাদকের আখড়াতে,এরপর সারারাত ব্যাপি চলতে থাকে নেশার আসর।অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছে ফিসারীঘাটের এক মদের বার।”মূলতঃ ওই মদের বারটিকে কেন্দ্র করে ফিসারীঘাট হয়ে উঠেছে প্রকাশ্যে মাদকের অভয়ারণ্যে”এলাকাবাসীর অধিকাংশ’ই এমন অভিযোগ করেছেন।সারারাত ব্যাপী মাদকসেবীদের হৈ-হুল্লোড়,চিৎকার ও মাতলামীর কারনে এলাকার লোকজনের রাতের ঘুম অনেকটা হারাম হয়ে গেছে।ওই এলাকার মাদক ব্যবসায়ীরা এতটাই প্রভাবশালী ও উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের ছত্রছায়ায় থাকে যার দরুন এই সব অবৈধ মাদক ব্যবসার ব্যাপারে ভয়েই এলাকাবাসী কোন প্রতিবাদ করার সাহস’ই করতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে এতটাই কঠোর যে,মাদক ব্যবসায়ী যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন,এই ব্যাপারে কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না এমন ঘোষণা দেওয়ার পর যেখানে মাদক নির্মূলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে র‍্যাব,পুলিশ সহ বিশেষ যৌথবাহিনি সারাদেশে কঠোর অভিজান পরিচালনা করছে,সেই সময়ে চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানাধীন ৩৪ নং পাথরঘাটার ফিসারিঘাট এলাকায় এভাবে প্রকাশ্যে মাদক বেচাকেনা ও মাদকের অভয়ারণ্যে পরিণত হওয়াটা যেন মাদক নির্মুলে পরিচালিত কঠোর অভিজানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের নামান্তর।এই ব্যাপারে স্থানীয় এলাকাবাসী ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ডকে মাদকমুক্ত গঠনে প্রশাসনিক পদক্ষেপ নিতে আইনশৃংখলা বাহিনীসহ স্থানীয় কোতোয়ালি থানার সহযোগিতা কামনা করেন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।