প্রধানমন্ত্রীর নির্দেশে সংকট নিরসনের বক্তব্য নিয়ে আসছেন আইনমন্ত্রী

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

চলমান কোটা আন্দোলনের সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করবেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সংসদ সংসদ ভবনের টানেল গেটে সাংবাদিকদের সঙ্গে আইনমন্ত্রী কথা বলবেন বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।

কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি পরিপত্র স্থগিত করে আদেশ দিয়েছে হাইকোর্ট। এতে পাঁচ বছর বন্ধ থাকার পর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল হয়েছে। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আগস্টে প্রথম সপ্তাহে ওই আপিল বিভাগে শুনানির কথা রয়েছে।

কিন্তু এরি মধ্যে হাইকোর্টের আদেশের পর ক্লাস-পরীক্ষা বর্জন করে পথে নেমেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। সেই আন্দোলন সহিংস রূপ ধারণ করেছে। গত কয়েকদিন রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে। নিহত হয়েছেন ছয়জন।

সংবাদটি শেয়ার করুন...

  • আইনমন্ত্রী
  • কোটা আন্দোলন
  • প্রধানমন্ত্রীর নির্দেশ
  • সংকট নিরসন