TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বরিশালে দফায় দফায় লাঠিচার্জ, সাংবাদিকসহ আহত ২০

প্রকাশিত : জুলাই ৩১, ২০২৪, ১৫:৩৫

বরিশালে দফায় দফায় লাঠিচার্জ, সাংবাদিকসহ আহত ২০

বরিশালে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সমাবেশে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে। এতে চারজন সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পুলিশ ৬ জনকে আটক করে থানায় নিয়ে গেছে।

সারা দেশে ছাত্র-জনতার উপর হামলা, গণহত্যা, গণ গ্রেফতারের প্রতিবাদে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা করা হয়। বেলা ১১টায় টাউন হল চত্তর থেকে বাসদ ডা.মনিষা চক্রবর্তীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে আদালত চত্বরে রওনা দিলে পুলিশ বাধা দেয়। এ সময় তর্কাতর্কির এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এতে যমুনা টিভির ক্যামেরাপার্সন, যুগান্তরের ক্যামেরাপার্সনসহ ৪ সাংবাদিক আহত হন। মিছিলটি পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে পৌঁছালে বিজিবি ও পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলে। এসময় বেদম লাঠিচার্জ করা হয়। এ সময় পুলিশ ৪ জনকে আটক করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা আদালত ভবন সংলগ্ন সিটি কর্পোরেশনে হামলা চালানোর চেষ্টা করে।

এ সময় বিসিসির কাউন্সিলর ও কর্মচারীরা ধাওয়া দিলে তারা সরে যায়।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।