TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্ঘটনার কবলে ভারতের অলিম্পিক তারকা

প্রকাশিত : আগস্ট ০২, ২০২৪, ১১:০৯

দুর্ঘটনার কবলে ভারতের অলিম্পিক তারকা

প্যারিস অলিম্পিকে অংশ নিতে গিয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় গলফার দীক্ষা ডাগর। এ ঘটনায় দীক্ষা অক্ষত থাকলেও আহত হয়েছেন তার মা।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়, মঙ্গলবার ইন্ডিয়া হাউজের অনুষ্ঠান শেষে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দীক্ষার গাড়ি। অন্য একটি গাড়ি এসে ধাক্কা মারে দীক্ষাদের গাড়িটিকে। দুর্ঘটনার সময় দীক্ষা ছাড়াও গাড়িতে ছিলেন তার বাবা তথা ক্যাডি নরেন ডাগর। এছাড়া তার মা ও ভাইও ছিলেন গাড়িতে।

এ দুর্ঘটনায় দীক্ষা আহত হননি এবং তিনি নির্ধারিত সূচি অনুযায়ী নিজের ইভেন্টে নামবেন বলে জানিয়েছেন তার বাবা। আসছে ৭ আগস্ট শুরু হবে দীক্ষার গলফ ইভেন্ট। সেখানেই এই আসরে প্রথমবারের মতো কোর্টে নামবেন তিনি।

আগেরবার ২০২১ টোকিও অলিম্পিকেও অংশগ্রহণ করেছেন দীক্ষা। এবার তিনি ভারতের হয়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন। দুর্ঘটনার ধাক্কা সামলে দীক্ষা প্যারিস অলিম্পিকে দেশকে পদক জেতাতে পারবেন কিনা সেটাই এখন প্রশ্ন।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।