TadantaChitra.Com | logo

২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদা তুলতে গিয়ে দক্ষিণ আইচার ওসি অবরুদ্ধ!!

প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০১৯, ১৮:২৪

চাঁদা তুলতে গিয়ে দক্ষিণ আইচার ওসি অবরুদ্ধ!!

জেলেদের কাছ থেকে নিয়মিত চাঁদা উত্তোলন করতে গিয়ে ভোলার চরফ্যাসনের দক্ষিণ আইচা থানার ওসি মাসুম তালুকদার অবরুদ্ধ হওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে চর কুকরিমুকরী ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চর পাতিলা গ্রামে।

চর পাতিলার নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দক্ষিণ আইচা থানার ওসি মাসুম তালুকদার চর পাতিলায় অবৈধ জাল উদ্ধার পরিচালনার নামে জেলেদের ঘরে ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল উদ্ধার করে নির্দিষ্ট স্থানে স্তুপ করে রাখে। এর পরে জেলেদেরকে সমঝোতার কথা বললে জেলেরা রাজি না হওয়ায় স্তুপকৃত জালে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ক্ষুব্দ জেলেরা ওসি ও তার সঙ্গিয় ফোর্সদের অবরুদ্ধ করে রাখে।

তাৎক্ষণিক ওসি বিষয়টি স্থানীয় সংশিষ্ট ইউপি চেয়ারম্যানসহ প্রশাসনকে অবহিত করলে চরফ্যাসনের সর্বমহলে বিষয়টি জানাজানি হয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে জানান, এক সপ্তাহ আগে চর পাতিলায় মেঘনা নদীতে সকল জাল ফেলে মাছ ধরার জন্য ওসিকে মাশোয়ারা দেওয়া হয়। পূনরায় মাশোয়ারার কথা বললে ক্ষুব্দ জেলেরা ওসিকে অবরুদ্ধ করে। চর পাতিলা ইউপি সদস্য মোঃ বাদশা ও সাবেক ইউপি সদস্য আবুল কাশেম অবরুদ্ধ ওসিকে অক্ষত অবস্থায় জেলেদের কাছ থেকে উদ্ধার করে।

চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বলেন, অবৈধ জাল উদ্ধার ও অভিযান পরিচালনার সময় দক্ষিণ আইচা থানার ওসির অবরুদ্ধ হওয়ার ঘটনাটি ঘটার পরে ওসি নিজে আমাকে অবহিত করেছে পরে স্থানীয়ভাবে জনপ্রতিনিধিরা ওসিকে উদ্ধার করেছে।

চরফ্যাসন সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, জেলেদের অবৈধ জাল উদ্ধার, পোড়ানো ক্ষেত্রে অভিযান পরিচালনা করতে ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট ও মৎস্য বিভাগের জনবল নিয়ে অভিযান চালানোর নিয়ম। তবে তার এ ধরনের অভিযানের বিষয়টি আমার জানা নেই।

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।