TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারের সাগরে ভেসে এলো তিন ভাইয়ের মরদেহ

প্রকাশিত : আগস্ট ০৮, ২০২৪, ০৮:৪৮

কক্সবাজারের সাগরে ভেসে এলো তিন ভাইয়ের মরদেহ

কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের পশ্চিম সাগরে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ তিন শিশু-কিশোরে মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) ভিন্ন ভিন্ন সময়ে তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহতরা সম্পর্কে চাচাতো তিন ভাই।

নিহতারা হলো, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মহোহরখালী এলাকার মাসুক হোসেনের ছেলে আশেক (১২), আলী হোসেনের ছেলে আলিম উদ্দিন (১২) ও হাসেমের ছেলে জাওয়াদ (৬)। আশেক ও আলিম উদ্দিন বায়তুশ শরফ হাফেজখানা মাদরাসার শিক্ষার্থী ও জাওয়াদ মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হাকিম বলেন, সৈকত তীরে ভেসে এলে উদ্ধার হওয়া তিন চাচাতো ভাইয়ের মরদেহ বিকেল ও সন্ধ্যায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সৈকতের বেলাভূমিতে ফুটবল খেলা শেষে সাগরে গোসল করতে নামে তিন ভাই। এসময় স্রোতে তলিয়ে তারা নিখোঁজ হয়। সন্ধ্যা ও রাতে বিভিন্ন পয়েন্টে খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। পরে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ে বিভিন্ন এলাকায় তাদের মরদেহ ভেসে আসে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।