কুমিল্লার বরুড়ায় কামাল হোসেন (৩৮) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ আগস্ট) দুপুরে বরুড়া পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা যুবদলের আহ্বায়ক জসীম উদ্দিন পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত কামাল হোসেন বরুড়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি পৌরসভা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবদল নেতা কামাল হোসেন দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে সময় কাটাচ্ছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরীকে একাধিকবার ফোন ও ক্ষুদেবার্তা পাঠিয়েও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
‘চুয়াডাঙ্গার জীবননগরে গণমাধ্যম কর্মিকে ইউএনওর হুমকি, স্থানীয় সাংবাদিক মহলে আতঙ্ক’
এইচ এম হাকিমঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের বাস......বিস্তারিত