মধ্যপ্রাচ্যে গ্রেফতার প্রবাসীদের মুক্ত করতে আহ্বান শায়খ আহমাদুল্লাহ’র

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিছিল-সমাবেশ করে অনেক প্রবাসী গ্রেফতার হয়েছেন। তাদের মুক্ত করতে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

শুক্রবার (৯ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দেন তিনি।

ফেসবুক পোস্টে শায়খ আহমাদুল্লাহ লেখেন, ‘মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশি বৈষম্য-বিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ও সমর্থন প্রকাশের জন্য মিছিল-সমাবেশ করে গ্রেফতার হয়েছেন।

সেসব দেশে যে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, তা হয়ত তারা জানতেন না অথবা বিবেকের তাড়নায় ও আবেগের বশবর্তী হয়ে এ কাজ করে গ্রেপ্তার ও বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন।’ তিনি আরও বলেন, ‘নতুন সরকারের উচিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের মুক্ত করার ব্যবস্থা করা; প্রয়োজনে দেশে ফিরিয়ে আনা। আশা করি, তারা প্রবাসী ভাইদের মুক্ত করতে জরুরি পদক্ষেপ নেবেন।’

এর আগে, গত শনিবার (৩ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে সত্য বলতে গিয়ে জুলুমের শিকার হওয়া ইমামদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছিলেন শায়খ আহমাদুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন...

  • কোটা সংস্কার আন্দোলন
  • মধ্যপ্রাচ্যে গ্রেফতার প্রবাসী
  • মুক্ত করতে ব্যবস্থা
  • শায়খ আহমাদুল্লাহ