নিজস্ব প্রতিবেদক: গত আওয়ামী লীগের ১৬ বছরের দেশ জুড়ে দখল বানিজ্যে মেতে উঠেছে সদ্য পদত্যাগকারী সরকারের প্রভাবশালী দখলবাজ নেতা-কর্মীরা। তারা কারো ব্যবসা প্রতিষ্ঠান আবার কারো জমি-জমা দখল করে নেন। এসব দখলবাজের তালিকায় এলিয়েন গ্রুপ ও লেভেন্ডার মালিক তানভীর আহম্মেদ অন্যতম। আরেকদিকে এলিয়েন গ্রুপে মালামাল বানাতে দিলে তা সাপ্লাই না দিয়ে প্রতারণা করে শত শত কোটি টাকার মালিক বনে গেছে।
তানভীর আহম্মেদের প্রতারণার স্বীকার হয়েছেন জিএম এন্টারপ্রাইজ ও এ এফ রিভ এন্ড কালার ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী মোহাম্মদ জহির। তিনি তানভীরের ফ্যাক্টরিতে বিভিন্ন মালামাল সাপ্লাই দেন। তানভীর সাপ্লাই কমপ্লিট হওয়ার পরে সে বিভিন্ন তালবাহানা করে টাকা না দিয়ে পাঁচ বছর মোহাম্মদ জহির কে পথে বসিয়েছে। শুধু জহির নয়’ তার মত অনেক লোক রাস্তার ভিখারি হয়ে পথে বসে গেছেন।
প্রতারক তানভীরের কাছে টাকা চাইলে নিজেকে স্বেরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠজন ও আওয়ামী লীগের বড় প্রভাবশালী বলে হুমকি দেন এবং বিভিন্ন সময় আওয়ামী সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে বিভিন্নভাবে হেনস্তা করেন । জানা গেছে, গুলশান ও বাড্ডা এলাকায় বেশকিছু জমি দখল করে বিল্ডিং করেছেন প্রতারক তানভীর।
প্রতারক তারভীরের বিরুদ্ধে গতকাল (৮ আগস্ট ) বাড্ডা তানভীরে নিজস্ব ভবনের সামনে কয়েক শো লোক নিয়ে জিএম এন্টারপ্রাইজ ও এ এফ রিভ এন্ড কালার ইন্ডাস্ট্রিজ এর স্বত্বাধিকারী মোহাম্মদ জহির মানববন্ধন করে এবং মিছিলে তানভীরের বিচার চেয়ে স্লোগান দেন। তানভীরের অপকর্ম নিয়ে আমাদের অনুসন্ধান চলছে, বিস্তারিত পরবর্তী প্রতিবেদনে।
‘স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে খুন: ঘাতক সন্দেহে আরেক জনকে হত্যা’
বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫)......বিস্তারিত