অন্তর্বর্তী সরকারকে মমতার অভিনন্দন ও শুভকামনা

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

শুক্রবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।

অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়ে মমতা লেখেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশে যারা কার্যভার গ্রহণ করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা রইলো। আশা করি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে। বাংলাদেশের উন্নতি, শান্তি, প্রগতি ও সর্বস্তরের মানুষের আরো ভালো হোক-এই কামনা করি।’

সব শ্রেণির মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, মহিলা থেকে শুরু করে সবার প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা রইলো। বাংলাদেশের সংকট দ্রুত কেটে যাওয়ার প্রত্যাশ্যা জানিয়ে মমতা বলেন, ‘আশা করি, খুব শিগগিরই সংকট কেটে যাবে, শান্তি ফিরে আসবে। শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে, আমরাও ভালো থাকব।’

গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর দুদিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১৬ উপদেষ্টাকে এরই মধ্যে নিয়োগ দেয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন...

  • অন্তর্বর্তী সরকার
  • অভিনন্দন
  • মমতা বন্দোপাধ্যায়