বিজ্ঞাপন-প্রচারণায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আজ শুক্রবার (৯ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শুক্রবার (৯ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ড. মুহম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গতকাল ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ১৬ জন।

ঢাকার বাইরে থাকায় গতকাল শপথ নেননি তিনজন। তারা হলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. বিধান রঞ্জন রায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা ও মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটের উপ-অধিনায়ক ফারুক-ই-আজম বীর প্রতীক। শপথ নেয়া সদস্যদের মধ্যে দায়িত্ব বন্টন করে আজ প্রজ্ঞাপন জারি করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন...

  • অন্তর্বর্তীকালীন সরকার
  • গণমাধ্যমে বিজ্ঞাপন
  • ছবি ব্যবহার নিষিদ্ধ
  • ড. মুহাম্মদ
  • ড. মুহাম্মদ ইউনূস
  • প্রচারণা