নতুন প্রধান বিচারপতি ও ৩ উপদেষ্টার শপথ আজ

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

নতুন প্রধান বিচারপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের শপথ না নিতে পারা বাকি তিন উপদেষ্টা শপথ নেবেন আজ রোববার (১১ আগস্ট)।

বেলা ১২ টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণ করবেন তারা। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে শনিবার দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এ বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

এদিকে বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার রাত সোয়া ৯টার পর অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান।

প্রধান উপদেষ্টা হিসেবে এই সরকারের নেতৃত্ব দেবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। এই যাত্রায় উপদেষ্টা হিসেবে তার সঙ্গে রয়েছেন আরও ১৬ জন। তবে ঢাকার বাইরে থাকায় তিনজন উপদেষ্টা ওই দিন শপথ নিতে পারেননি। শপথ নিতে না পারা উপদেষ্টারা হলেন–সাবেক রাষ্ট্রদূত সুপ্রদিপ চাকমা, সাবেক রাষ্ট্রদূত বিধান রঞ্জন রায় ও বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক। তারাও আজ শপথ নেবেন।

 

সংবাদটি শেয়ার করুন...

  • অন্তর্বর্তীকালীন সরকার
  • উপদেষ্টা
  • নতুন প্রধান বিচারপতি
  • শপথ অনুষ্ঠানে উপস্থিত