
ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ভারতে পালাতে বাধ্য হয়েছেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমসহ ভারতীয় সংবাদমাধ্যমে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় সবশেষ শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে উদ্বেগ জানিয়ে বলেন, বাংলাদেশে এখন সংস্কার চলছে না, বরং গণ-অরাজকতা চলছে।
জয় তার স্ট্যাটাসে লেখেন, ‘আজ (শনিবার) প্রতিবাদকারীরা সুপ্রিম কোর্টে আক্রমণের হুমকি দিয়েছে এবং বাংলাদেশের প্রধান বিচারপতির বাড়ি পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে। তারা আদালতের পদত্যাগ দাবি করেছে এবং তাদের মনোনীত ব্যক্তিদের নিয়োগের একটি তালিকা সরবরাহ করেছে।”
এ সময় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জয়। ‘অন্তর্বর্তী সরকার আন্দোলনকারীদের দাবির কাছে আত্মসমর্পণ করেছে’ দাবি করে তিনি লিখেছেন, ‘প্রতিবাদকারীদের মনোনীত বিচারকদের নিয়োগ দেয়া হয়েছে। একটি দেশের সুপ্রিম কোর্টকে কোন প্রক্রিয়া ছাড়াই, নির্বাচিত সংসদ ছাড়াই কীভাবে পরিবর্তন করা যায়?’
জয় আরও লেখেন, ‘এটি সংস্কার নয়, এটি গণঅরাজকতা। বাংলাদেশে কোন আইনশৃঙ্খলা নেই যখন এমনকি সুপ্রিম কোর্টও নিরাপদ নয়।’ এছাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের যে তালিকা তৈরি করে তাদের বহিষ্কারের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন – তা নিয়েও প্রতিক্রিয়া দেখিয়েছেন জয়।
জয় বলেন, এটি সংস্কার নয়, এটি গণঅরাজকতা। বাংলাদেশে কোনো আইনশৃঙ্খলা নেই যখন এমনকি সুপ্রিম কোর্টও নিরাপদ নয়। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রেসক্লাবে সাংবাদিকদের যে তালিকা তৈরি করে তাদের বহিষ্কারের দাবি জানিয়েছে – তা নিয়েও প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি। জয় ওই ফেসবুক স্ট্যাটাসে বলেন, আমার মায়ের সরকারের বিরুদ্ধে মতপ্রকাশের স্বাধীনতা দমনের অভিযোগ আনার পর, এটি কি মতপ্রকাশের স্বাধীনতার ওপর আরও গুরুতর আক্রমণ নয়? তাহলে কি এখন জনতা সাংবাদিকদের বহিষ্কার করার জন্য তালিকা দেবে?
