বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জাহিদুল ইসলাম ভূঞাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
অতিরিক্ত সচিব জাহিদুল ইসলামকে ওএসডি করে বৃহস্পতিবার (১৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে গত ২৬ মে বিমান এয়ারলাইন্সের এমডি নিয়োগ পেয়েছিলেন জাহিদুল ইসলাম।
জাহিদুল ইসলাম প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জাহিদুল ইসলাম ভূঞা বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ দূতাবাস, সিউলে প্রথম সচিব (শ্রম) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনে ব্যাপক রদবদল এসেছে। প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হচ্ছে। এছাড়া গত সরকারের আস্থাভাজন কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদগুলো থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
‘স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে খুন: ঘাতক সন্দেহে আরেক জনকে হত্যা’
বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫)......বিস্তারিত