পরিচালক সালমান হায়দারের নতুন সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন না ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। যদিও চলতি বছরের শুরুতে মাত্র ১০০ টাকার বিনিময়ে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে নেটিজেনদের দৃষ্টি কেড়েছিলেন অভিনেত্রী।
চলতি বছরের জানুয়ারিতে ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমায় শেখ হাসিনার ‘হাসু’ চরিত্রে অভিনয়ের জন্য মাত্র ১০০ টাকায় চুক্তিবদ্ধ হয়ে সিনেমাতে অভিনয়ের জন্য রাজি ছিলেন অপু। তবে এখন আর এ সিনেমার সঙ্গে যুক্ত নেই তিনি।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে অপু বিশ্বাস বলেন, জানুয়ারিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। কিন্তু তার একমাস পরেই প্রযোজক, পরিচালকের কথা ও কাজের মিল পাইনি। তাই ফেব্রুয়ারি মাসেই সিনেমা থেকে সরে দাঁড়াই।
অপু বিশ্বাস আরও বলেন, ফেব্রুয়ারি মাসেই প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিই, সিনেমাটিতে অভিনয় আমি করছি না। গণমাধ্যম এ বিষয়টি না জানার কারণে কোনো খবর প্রকাশ হয়নি। জানলে হয়তো আরও আগেই জানতে পারতেন সিনেমাটিতে আমি আর অভিনয় করছি না।
প্রসঙ্গত, ‘শেখ রাসেলের আর্তনাদ’ সিনেমার গল্প এগিয়ে গেছে বঙ্গবন্ধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে। সিনেমাটি কবে শুরু হবে এ বিষয়ে সিনেমার পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।
‘চুয়াডাঙ্গার জীবননগরে গণমাধ্যম কর্মিকে ইউএনওর হুমকি, স্থানীয় সাংবাদিক মহলে আতঙ্ক’
এইচ এম হাকিমঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের বাস......বিস্তারিত