TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাবেক সিনিয়র সচিবের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার

প্রকাশিত : আগস্ট ১৯, ২০২৪, ১০:৩৮

সাবেক সিনিয়র সচিবের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের বাসা থেকে বিপুল পরিমাণ দেশি- বিদেশি অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের ওই বাসায় সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করেন স্থানীয়রা। এরপর সেনাবাহিনীকে খবর দিলে শাহ কামালের ফ্ল্যাটে অভিযান চালানো হয়।

ডিএমপি সন্ধ্যায় ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের ফ্ল্যাট এটি। অভিযানে বাংলাদেশি ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ১০ লাখ ৩ হাজার ৩০৬ মূল্যমান বিদেশি মুদ্রা এবং ৭৪ হাজার ৪০০ টাকার প্রাইজ বন্ড উদ্ধার করা হয়েছে।

cএ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা বা এ টাকার উৎস বিষয়ে বিস্তারিত জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।