TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজী আকরামের পদত্যাগ, স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল আজিজ

প্রকাশিত : আগস্ট ২১, ২০২৪, ২১:৩৫

কাজী আকরামের পদত্যাগ, স্ট্যান্ডার্ড ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল আজিজ

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। এই পদে নিয়োগ পেয়েছেন পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আবদুল আজিজ।

বুধবার (২১ আগস্ট) কাজী আকরামের পদত্যাগপত্র জমা দেয়ার পর ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ৩৯৬তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে আবদুল আজিজকে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আগামী এক বছরের জন্য তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

১৯৯৯ সালের ১১ মে যাত্রা শুরু করা ব্যাংকটিতে গত ২৫ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন কাজী আকরাম উদ্দিন আহমেদ।

নতুন চেয়ারম্যান আজিজ ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে বাণিজ্যে স্নাতক সম্পন্ন করে ১৯৭২ সালে তার কর্মজীবন শুরু করেন। অক্লান্ত শ্রম এবং নিষ্ঠার মাধ্যমে তিনি স্বল্প সময়ের মধ্যেই নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন। ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য আজিজ।

লায়ন মোহাম্মদ আবদুল আজিজ ১৯৮৫ সালে লায়নস ক্লাবস ইন্টারন্যাশনালে যোগ দেন এবং ২০০৫-০৬ মেয়াদে ডিস্ট্রিক্ট ৩১৫ বি ২, বাংলাদেশের গভর্নর নির্বাচিত হন। তিনি লায়নস ক্লাব অব ঢাকা প্রগ্রেসিভ আই হসপিটাল নামে তিনটি চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।