বড় নেতা হওয়ার চেয়ে ভাল মানুষ হওয়া অনেক জরুরী। মহান আল্লাহ তায়ালা বলেছেন, আমার জমিনে তোমরা অহঙ্কার করো না। বিগত আওয়ামীলীগ সরকার দেশে স্বৈরাচারী রাজত্ব কায়েম করে মানুষের অধিকার কেড়ে নিয়ে দেশকে তলা বিহীন ঝুড়িতে রুপান্তর করে দেশ থেকে পালিয়ে গেছে।
আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা যেন কোন অবস্থাতেই জল্লাদে রুপান্তরিত হয়ে না যাই। হিন্দু, মুসলিম, বৈদ্য, খিষ্টান আমরা সবাই ভাই ভাই। আমরা একে অপরের কাঁদে কাঁদ রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যেন দুর্বল কোন মানুষের উপর অত্যাচার না করি। এটা করলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। আমরা এটা কখনই হতে দেবো না। অত্যাচারীর কোন যায়গা ভোলার মাটিতে হবে না।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) বিকাল ৩ টায় ভোলায় আগমনের পর শান্তনীড় নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এসব কথা বলেন।
তিনি বলেন, আজ ভোলার মানুষ তোফায়েল আহমেদের দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। তোফায়েল আহমেদ ও তার পরিবার আর ভোলার মাটিতে পা রাখার মত কোন পূণ্য করে যান নাই। এমন দুঃশাসন কায়েম করেছেন যে, স্বৈরাচার পতনের পর বোরকা পড়ে ভোলা থেকে পালিয়ে গেছেন। আমাদের এই ঘটনা থেকে অনেক শিক্ষা নিতে হবে। এখন ড. ইউনুস সরকার আছেন, আমরা এই সরকারের সাথে আছি। আমরা বার বার বলেছি, রাষ্ট্র মেরামতের জন্য যত সময় আপনার নেওয়ার নিন, আমরা আপনার পাশে থাকবো। আমরা আশা করবো খুব শীগ্রই দেশে নির্বাচন হবে আমরা সেই নির্বাচনে অংশগ্রহন করবো।
আমরা ১৭ বছর নির্যাতিত হয়েছি আর যেন অত্যাচারিত না হই। ভোলার মাটিতে এমন কোন অন্যায় নাই যা তোফায়েল আহমেদ ও তার পরিবার না করেছে। আমরা এর প্রতিটি অন্যায়ের জবাব দেব।
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ব্যক্তিগত সহকারী আসিফ জুয়েলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারন সম্পাদক মোতাসিন বিল্লাহ প্রমুখ। স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ ও দেশ থেকে পালানোর পর ভোলায় দলের নেতাকর্মীদের সাথে দেখা করতে আজ লঞ্চ যোগে ভোলায় আসেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
তাঁকে দেখতে বৃষ্টিতে ভিজে দুপুর ১২ টা থেকে ইলিশা লঞ্চঘাটে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা ভিড় জমিয়েছে। পুরো লঞ্চ ঘাট থেকে শুরু করে উকিলপাড়া তাঁর বাস ভবনে হাজার হাজার লোকের সমাগম ঘটে। এরপর তিনি সবার সাথে কূশল বিনিময় করে নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
‘স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে খুন: ঘাতক সন্দেহে আরেক জনকে হত্যা’
বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫)......বিস্তারিত