উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় গভীর উদ্বেগ প্রকাশ, মৃতদের জন্য শোক ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মানব সৃষ্ট ভয়াবহ বন্যায় প্লাবিত জেলাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা করে বিপন্ন মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাশে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে সরকারসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।
শনিবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ আহ্বান জানান।
তারা জানান উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক ভয়াবহ বন্যায় প্লাবিত জেলাগুলোকে দুর্গত এলাকা ঘোষণা করে বিপন্ন মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাশে দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে সরকারসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
তারা দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা, জলাবদ্ধতার কারণে জনজীবনের সৃষ্ট সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ওইসব এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে অতিদ্রুত মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক উদ্যোগ নিতে হবে সরকারসহ বিত্তবান মানুষদের। এসব কাজে সরকারের সব প্রয়োজনীয় বিভাগ এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সংকট মোকাবিলার উদ্যোগও সরকারকে গ্রহণ করতে হবে।
নেতৃদ্বয় বলেন, বন্যায় দেশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। তাই জরুরি ভিত্তিতে পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে আরো কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। তাদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে হবে। মনে রাখতে হবে, এসব দুর্যোগ প্রাকৃতিক কারণের সাথে মানবসৃষ্ট তথাকথিত উন্নয়নের নামে নদ-নদী, জলাভূমি ভরাট, দখল, ভারতের সাথে অভিন্ন নদী-পানি বণ্টনের সমস্যার সমাধান না হওয়া অন্যতম কারণ। তারা দেশের খাল-বিল ও নদী দখল করে যারা পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বলেন, আন্তর্জাতিক পানি বণ্টন আইনের তোয়াক্কা না করে রাতের আঁধারে বাঁধ খুলে দিয়েছে ভারত।
যার ফলে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের পূর্বাঞ্চলে জেলাগুলো আকস্মিক ভয়াবহ বন্যায় ভেসে গেছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, কৃষি জমি, গবাদি পশুসহ ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতির দায় ভারত সরকারকে নিতে হবে। পানি সন্ত্রাসের দায় নিয়ে ভারত সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতারা। বিবৃতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে অতি দ্রুত উদ্ধার, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, ক্ষতিপূরণ, বন্যা পরবর্তী সময়ে কৃষি সহায়তা, কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোড় দাবি জানান নেতারা। নেতৃবৃন্দ বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশের বিত্তবান মানুষসহ সকলের প্রতি আহ্বান জানান।
‘স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে খুন: ঘাতক সন্দেহে আরেক জনকে হত্যা’
বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫)......বিস্তারিত