শোকর হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির কমান্ডার ফুয়াদ শোকরের হত্যার প্রতিশোধ নিতে আজ রোববার এ হামলা চালানো হয়। এদিকে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলও।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হিজবুল্লাহ জানায়, প্রথম দফায় তারা ১১টি ইসরায়েলি সেনাঘাঁটি লক্ষ্য করে ৩২০টি কাতিউশা রকেট ছুড়েছে। প্রথম দফার হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে লেবাননের সশস্ত্রগোষ্ঠীটি। এদিকে এই হামলার পর আজ রোববার স্থানীয় সময় সকাল ৭টায় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, হুমকিগুলো মোকবিলার জন্য আত্মরক্ষামূলক আইনে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করছে। এসব হামলায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ হচ্ছে ইসরায়েলের। এ যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামীগোষ্ঠী হামাসকে সমর্থন দিয়েছে ইরানপন্থী হিজবুল্লাহ। গত জুলাইতে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েল বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শোকর

সংবাদটি শেয়ার করুন...

  • ইসরায়েল
  • লেবাননের সশস্ত্রগোষ্ঠী
  • শোকর হত্যার প্রতিশোধ
  • হিজবুল্লাহর হামলা