কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা হয়েছে, প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বললেন প্রকল্প কর্মকর্তা

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলী কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা হয়েছে আজ। রবিবার সকালে এই গেটগুলো খেুলে দেয়া হলেও ভাটি অঞ্চলে প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বললেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম ও প্রকল্প কর্মকর্তা। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের জানান, রবিবার সকাল ৮টায় কাপ্তাই বাঁধের ১৬টি গেটের সব কটি খুলে দেওয়া হয়েছে।

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় গেটগুলো খুলে দেওয়া হয়। এর মাধ্যমে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। এতে করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলেছেন তিনি। কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ধারণক্ষমতা ১০৯ ফুট পর্যন্ত । এর বেশি পানি রাখা সম্ভব হয় না। তাতে করে অন্য এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে।

তাই ৬ ইঞ্চি পরিমাণ পানি অর্থাৎ ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। এখন যদি পানি না ছাড়া হতো তবে বাঘাইছড়ি উপজেলার সবকিছু ডুবে যাওয়ার আশঙ্কা থাকত।

এদিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলামও জানান, কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা হলৌ কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই ।

সংবাদটি শেয়ার করুন...

  • ১৬টি গেট
  • কর্ণফুলী কাপ্তাই বাঁধ
  • কাপ্তাই বাঁধ
  • প্রকল্প কর্মকর্তা