TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের আশা জাগাচ্ছেন বোলাররা

প্রকাশিত : আগস্ট ২৫, ২০২৪, ১৩:৩৯

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের আশা জাগাচ্ছেন বোলাররা

২৩ রানে ১ উইকেট নিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান। ৯৪ রানে পিছিয়ে থাকলেও রাওয়ালপিন্ডির ব্যাটিং উইকেট ম্যাচের ভাগ্য নিয়ে খুব বেশি আশা জাগাচ্ছিল না। কিন্তু বাংলাদেশের বোলাররা প্রায় অসম্ভব এক কাজ করতে বসেছেন। প্রথম সেশনেই পাকিস্তানের ৫ উইকেট ফেলে দিয়েছেন সাকিব-মিরাজরা।

প্রথম ইনিংসে ৪৪৮ রানে পাকিস্তান যখন ইনিংস ঘোষণা দেয় তখন স্বাভাবিকভাবেই কঠিন সমীকরণের শঙ্কা জাগছিলো বাংলাদেশের জন্য। করণটাও সরল, ঘরের মাটিতে পাকিস্তানি বোলারদের মোকাবিলা করাটা তো সহজ না! কিন্তু রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের শুরুতে যে নাটকীয়তা দেখা যাচ্ছে তা ইতিহাস সৃষ্টির আশা জাগাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বপ্ন দেখাচ্ছেন বোলাররা।

দিনের দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদের বলে ফিরে গেছেন শান মাসুদ। নেমেই ক্যাচ দিয়েছিলেন বাবর আজম, কিন্তু সে ক্যাচ ফেলে দেন লিটন দাস। জীবন পেয়ে ২২ রান যোগ করেন বাবর। নাহিদ রানার ফুল লেংথ ড্রাইভ করতে গিয়ে বল স্টাম্পে টেনে আনেন বাবর। ৬৬ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। পরের ওভারে সাকিবের বল এগিয়ে খেলতে গিয়ে লাইন মিস করে স্টাম্পড হন সৌদ শাকিল।

এরপর মোহাম্মদ রিজওয়ান ও আবদুল্লাহ শফিক একটু আগ্রাসী হয়ে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন। কিন্তু ৩৭ রান এর জুটিটা ভাঙে শফিকের বাজে এক শটে। সাকিবের বলে তাঁর (৩৭) বিদায়ে ১০৪ রানে পঞ্চম উইকেটের পতন। আর মাত্র নামা আগা সালমান মিরাজের সোজা বল খেলতে পারেননি। স্লিপে দুর্দান্ত এক ক্যাচ নেন সাদমান।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।