২৩ রানে ১ উইকেট নিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান। ৯৪ রানে পিছিয়ে থাকলেও রাওয়ালপিন্ডির ব্যাটিং উইকেট ম্যাচের ভাগ্য নিয়ে খুব বেশি আশা জাগাচ্ছিল না। কিন্তু বাংলাদেশের বোলাররা প্রায় অসম্ভব এক কাজ করতে বসেছেন। প্রথম সেশনেই পাকিস্তানের ৫ উইকেট ফেলে দিয়েছেন সাকিব-মিরাজরা।
প্রথম ইনিংসে ৪৪৮ রানে পাকিস্তান যখন ইনিংস ঘোষণা দেয় তখন স্বাভাবিকভাবেই কঠিন সমীকরণের শঙ্কা জাগছিলো বাংলাদেশের জন্য। করণটাও সরল, ঘরের মাটিতে পাকিস্তানি বোলারদের মোকাবিলা করাটা তো সহজ না! কিন্তু রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিনের শুরুতে যে নাটকীয়তা দেখা যাচ্ছে তা ইতিহাস সৃষ্টির আশা জাগাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বপ্ন দেখাচ্ছেন বোলাররা।
দিনের দ্বিতীয় ওভারেই হাসান মাহমুদের বলে ফিরে গেছেন শান মাসুদ। নেমেই ক্যাচ দিয়েছিলেন বাবর আজম, কিন্তু সে ক্যাচ ফেলে দেন লিটন দাস। জীবন পেয়ে ২২ রান যোগ করেন বাবর। নাহিদ রানার ফুল লেংথ ড্রাইভ করতে গিয়ে বল স্টাম্পে টেনে আনেন বাবর। ৬৬ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। পরের ওভারে সাকিবের বল এগিয়ে খেলতে গিয়ে লাইন মিস করে স্টাম্পড হন সৌদ শাকিল।
এরপর মোহাম্মদ রিজওয়ান ও আবদুল্লাহ শফিক একটু আগ্রাসী হয়ে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন। কিন্তু ৩৭ রান এর জুটিটা ভাঙে শফিকের বাজে এক শটে। সাকিবের বলে তাঁর (৩৭) বিদায়ে ১০৪ রানে পঞ্চম উইকেটের পতন। আর মাত্র নামা আগা সালমান মিরাজের সোজা বল খেলতে পারেননি। স্লিপে দুর্দান্ত এক ক্যাচ নেন সাদমান।
‘স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে খুন: ঘাতক সন্দেহে আরেক জনকে হত্যা’
বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫)......বিস্তারিত