TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাকিব কেবল খেলার কথাই ভাবে: ফাহিম

প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৪, ২২:৫১

সাকিব কেবল খেলার কথাই ভাবে: ফাহিম

ছাত্র আন্দোলনে নীরব থাকায় ভক্ত-সমর্থকদের তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। সরকার পতনের পর একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে। মাঠের বাইরে ঝড় বয়ে গেলেও বাইশগজে ঠিকই দারুণ পারফর্ম করছেন টাইগার এই অলরাউন্ডার। টেস্টে পাকিস্তানের বিপক্ষে অপাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে ‘হত্যা মামলা’ নিয়ে খেলতে নেমে সাকিবের এমন পারফরম্যান্সে মুগ্ধ নাজমুল আবেদীন ফাহিম।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন এই পরিচালক সাকিবকে বলছেন, ‘টপ অ্যাথলেট’।বিস্মরণীয় জয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের মূল নায়ক না হলেও পার্শ্বনায়ক নিঃসন্দেহেই সাকিব। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ধসের মূল কারিগর তিনিই। তিন উইকেট তুলে নিয়ে নতুন রেকর্ডও গড়েছেন। ছাড়িয়ে গেছেন ড্যানিয়েল ভেট্টরিকে। টেস্ট ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট এখন সাকিবের।

সাকিব মানসিকভাবে অনেক’ শক্ত এটা তার সতীর্থরা প্রায়শই বলেন। কোচ নাজমুল আবেদীন ফাহিমও জানালেন সে কথা। সাকিবের গুরু হিসেবে আলাদা পরিচিতি আছে দেশসেরা এই কোচ ও সংগঠকের। যখনই কোনো সমস্যায় পড়েন তখনই কোচ ফাহিমের শরণাপন্ন হন টাইগার অলরাউন্ডার। নতুন করে বিসিবির পরিচালক হিসেবে গেল সপ্তাহে যোগ দিয়েছেন ফাহিম। এর মধ্যেই গতকাল পাকিস্তানকে টেস্ট ম্যাচ হারিয়েছে বাংলাদেশ দল।

‘বল কোথায় করবে, কীভাবে করবে। অন্য কোনও সময় আসতে পারে চিন্তা, তবে বল করার সময় চিন্তা আসে না। এটাই ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদের আমরা দেখেছি, বিভিন্ন ঘটনা, সমালোচনা তাদেরকে ন্যাচারাল খেলা খেলতে দেয় না। কিন্তু সাকিবের ক্ষেত্রে সেটা ঠিক না।’-যোগ করেন তিনি। টেস্টে সাকিবের এমন পারফরম্যান্স তার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে বলেই মনে করছেন ফাহিম, ‘সাকিবের বোলিংয়ের মধ্যেই আমরা দেখেছি।

আমরা দেখেছি যে সে যখন বাঁহাতিদের বিপক্ষে বোলিং করে সে কমফোর্টেবলি সেটা করে না। কিন্তু কালকে সেটা দেখিনি কিন্তু। একটা প্রোপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে সে সেভাবেই বোলিং করে। বোলিং করার সময় সে নিজের ওপর আস্থা নিয়েই বোলিং করে। ডানহাতি-বামহাতি সব ধরনের সিচুয়েশনে।’ ‘যখনই বল তাকে দেওয়া হচ্ছে, উইকেট নেয়ার জন্য সে বোলিং করেছে।

অন্যদের সাথেও আলাপ করছে, মিরাজকেও মাঝেমধ্যে পরামর্শ দিচ্ছে। টোটাল ইনভলবমেন্ট ছিল। আমার মনে হয় সে নিজেও উপভোগ করেছে। বোলিং নিয়ে তার মধ্যে অসন্তুষ্টি ছিল। সেটা চলে গেছে। আত্মবিশ্বাস চলে এসেছে। এটা ওর পরবর্তীতে কাজে লাগবে।’-বলেন ফাহিম।

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।