লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে খালিয়াজুরীতে মানববন্ধন

লেখক: Dhaka Bangladesh
প্রকাশ: ১ বছর আগে

নেত্রকোণার খালিয়াজুরীতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে খালিয়াজুরী উপজেলা সদরের প্রধান সড়কে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে উপজেলার নানা শ্রেণি পেশার মানুষসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন, যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী মোল্লা, মাহবুবুর রহমান কেষ্ট, মাসুদ রানা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাহিম হোসেন সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক পলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপির আমলে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি নেত্রকোণা জেলার একজন জননন্দিত নেতা হিসেবে পরিচিত। তাকে গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলায় ফরমায়েসী রায়ে দীর্ঘ ১৭ বছর যাবত কারাগারের অন্ধকারে রেখেছেন স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকার। তারা বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কাছে অবিলম্বে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন...

  • মানববন্ধন
  • মুক্তির দাবি
  • লুৎফুজ্জামান বাবর