TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নেপালকে হারিয়ে শিরোপা বাংলাদেশের

প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৪, ১৯:০৫

নেপালকে হারিয়ে শিরোপা বাংলাদেশের

এই প্রথম সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতছে বাংলাদেশের যুবারা। আজ বুধবার কাঠমান্ডুর ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে তারা স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়েছে। বিজয়ী দলের মিরাজুল ইসলাম জোড়া গোল করেন। এছাড়া রাব্বি হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা ১টি করে গোল করেন। বিজিত দলের একমাত্র গোলটি সমীরের। ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল এগিয়েছিল ১-০ গোলে।

বাংলাদেশ দলের মিরাজুল ফাইনালের সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার (৪ গোল) পুরস্কার লাভ করেন। সেরা গোলরক্ষক হন বাংলাদেশের মোহাম্মদ আসিফ। রানার্সআপ ট্রফির পাশাপাশি নেপাল লাভ করে ফেয়ার প্লে এ্যাওয়ার্ড-ও। আর চ্যাম্পিয়ন ট্রফি পায় বাংলাদেশ।

নেপালকে ফাইনালে হারানোর পাশাপাশি মধুর প্রতিশোধও নিয়েছে বাংলাদেশ। কেননা এই আসরে গ্রুপ পর্বে তারা নেপালের কাছে ২-১ গোলে হেরেছিল। এর আগে সর্বশেষ ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালেও উঠেছিল বাংলাদেশ। সেবার ফাইনালে তারা ভারতের কাছে ৫-২ গোলে হেরে কেঁদেছিল। এবার ভারতকে তারা সেমিফাইনালে টাইব্রেকারে ৪-৩ (১-১) গোলে হারিয়ে বদলা নেয়। আর ফাইনালে নেপালকে হারিয়ে নেয় আরেক প্রতিশোধ।

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।