এই প্রথম সাফ অনুর্ধ-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতছে বাংলাদেশের যুবারা। আজ বুধবার কাঠমান্ডুর ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে তারা স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়েছে। বিজয়ী দলের মিরাজুল ইসলাম জোড়া গোল করেন। এছাড়া রাব্বি হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা ১টি করে গোল করেন। বিজিত দলের একমাত্র গোলটি সমীরের। ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল এগিয়েছিল ১-০ গোলে।
বাংলাদেশ দলের মিরাজুল ফাইনালের সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতার (৪ গোল) পুরস্কার লাভ করেন। সেরা গোলরক্ষক হন বাংলাদেশের মোহাম্মদ আসিফ। রানার্সআপ ট্রফির পাশাপাশি নেপাল লাভ করে ফেয়ার প্লে এ্যাওয়ার্ড-ও। আর চ্যাম্পিয়ন ট্রফি পায় বাংলাদেশ।
নেপালকে ফাইনালে হারানোর পাশাপাশি মধুর প্রতিশোধও নিয়েছে বাংলাদেশ। কেননা এই আসরে গ্রুপ পর্বে তারা নেপালের কাছে ২-১ গোলে হেরেছিল। এর আগে সর্বশেষ ২০২২ সালে অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালেও উঠেছিল বাংলাদেশ। সেবার ফাইনালে তারা ভারতের কাছে ৫-২ গোলে হেরে কেঁদেছিল। এবার ভারতকে তারা সেমিফাইনালে টাইব্রেকারে ৪-৩ (১-১) গোলে হারিয়ে বদলা নেয়। আর ফাইনালে নেপালকে হারিয়ে নেয় আরেক প্রতিশোধ।
‘বাবা-মা’র আশকারায় মাদকাসক্ত ছেলে !’
নিজস্ব প্রতিবেদক: ভোলা পৌরসভার ১ নং ওয়ার্ডের শাহজাহান এর ছেলে......বিস্তারিত