TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রথম ওভারেই তাসকিনের সাফল্য

প্রকাশিত : আগস্ট ৩১, ২০২৪, ১১:৪০

প্রথম ওভারেই তাসকিনের সাফল্য

প্রথম টেস্টে খেলার সুযোগ না পেলেও দ্বিতীয় টেস্টে ফিরেই তাসকিনের বাজিমাত। প্রথম ওভারেই ফেরালেন পাকিস্তানি ব্যাটার আবদুল্লাহ শফিককে। রানের খাতা খেলার আগেই এক ওপেনারকে হারাল স্বাগতিকরা।

আজ শনিবার (৩১ আগস্ট) টস জিতে অধিনায়ক শান্তর বোলিং নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল না তাই প্রমাণ করলেন পেসার তাসকিন আহমেদ। ওভারের শেষ বলে তাসকিনের করা দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন আবদুল্লাহ শফিক। ৬ বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। এক বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেটে ফিরে প্রথম ওভারেই সাফল্য পেলেন তাসকিন আহমেদ।

ক্রিজে নতুন ব্যাটসম্যান শান মাসুদ। আরেক ওপেনার সাইম আইয়ুবের সঙ্গে জুটি বাধবেন তিনি। গত ২৪ বছরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট না জেতা বাংলাদেশের সামনেই এখন টেস্ট সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় ম্যাচে হার এড়াতে পারলেই প্রথমবারের মতো ম্যান ইন গ্রিনদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।

এবারও রেকর্ড পক্ষে না থাকলেও টেস্ট সিরিজ জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ। গত ২৪ বছরে ১৪৩টি টেস্ট খেলে মাত্র ২০টিতে জয় এবং ১০৫টি হেরেছে টাইগাররা। ১০টি টেস্ট সিরিজ জয় আছে তাদের।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।