TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডলার মূল্য সর্বোচ্চ ১২০ টাকা দেয়ার সিদ্ধান্ত

প্রকাশিত : সেপ্টেম্বর ০১, ২০২৪, ১০:৫০

ডলার মূল্য সর্বোচ্চ ১২০ টাকা দেয়ার সিদ্ধান্ত

প্রবাসী আয় কেনার ক্ষেত্রে বিভিন্ন বিদেশি এক্সচেঞ্জ হাউসকে ডলারের দাম ১২০ টাকার বেশি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশীয় ব্যাংকগুলো। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশের সরকারি-বেসরকারি ব্যাংকের ট্রেজারি বা কোষাগারপ্রধানদের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

এ বিষয়ে জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে অনুষ্ঠিত এ সভায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের ৪২ জন কোষাগারপ্রধানেরা অংশ নেন। সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল দেশে বিদ্যমান পরিস্থিতিতে ডলার মূল্যের অস্থিরতা কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে করণীয়। এ সময় সভায় উপস্থিত সব ব্যাংকের কোষাগারপ্রধানেরা প্রবাসী আয়ের জন্য প্রতি ডলারের মূল্য ১২০ টাকার বেশি না দেয়ার বিষয়ে একমত হন।

এসময় যারা সভায় অনুপস্থিত ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। এর আগে বিদেশি বিভিন্ন এক্সচেঞ্জ হাউস থেকে প্রবাসী আয় সংগ্রহ করার ক্ষেত্রে একেক ব্যাংক একেক দামে প্রবাসী আয়ের ডলার কিনে আসছিল। এর সুযোগ নিয়ে বেশি লাভের আশায় এক্সচেঞ্জ হাউসগুলো প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে সংগ্রহ করা আয় ধরে রাখত।

এদিকে বেশি প্রবাসী আয় আনতে অনেক ব্যাংক তাদের কাছ থেকে উচ্চ দামে ডলার সংগ্রহ করায় কোনো কোনো ব্যাংক প্রচুর প্রবাসী আয় পাচ্ছিল আর কেউ একেবারেই পাচ্ছিল না। এর ফলে বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো প্রবাসী আয়ের ক্ষেত্রে একধরনের মনোপলি বা একচেটিয়া বাজার গড়ে তোলায় এদের হাতে এক প্রকার জিম্মি হয়ে পড়ে বেশির ভাগ ব্যাংক। এমন পরিস্থিতিতে এসব প্রতিষ্ঠানগুলোর এই একচেটিয়া ব্যবসা বন্ধ করতেই এ উদ্যোগ নিয়েছেন বিভিন্ন দেশীয় সরকারি–বেসরকারি ব্যাংকের কোষাগারপ্রধানেরা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ আগস্ট আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে গ্রাহকের কাছে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২০ টাকায়। কোষাগারপ্রধানদের গৃহীত এ সিদ্ধান্ত কার্যকর হলে একই হবে প্রবাসী আয় ও আন্তব্যাংক লেনদেনের ক্ষেত্রে ডলারের মূল্য। এ বিষয়ে ব্র্যাক ব্যাংকের কোষাগারপ্রধান ও উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন ইকবাল গণমাধ্যমকে বলেন, ডলারের দামে অস্থিরতা কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নৈতিক অবস্থান থেকে আমরা সব ব্যাংকের ট্রেজারি প্রধানেরা সভা করেছি। সভায় প্রবাসী আয়ের ক্ষেত্রে ১২০ টাকার বেশি ডলারের দাম না দেয়ার বিষয়ে সবাই একমত হন।

 

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।