TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কনসার্ট চলাকালে মারা গেলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার ফ্যাটম্যান স্কুপ

প্রকাশিত : সেপ্টেম্বর ০১, ২০২৪, ১৪:১১

কনসার্ট চলাকালে মারা গেলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার ফ্যাটম্যান স্কুপ

কনসার্ট চলাকালীন দুর্ঘটনা প্রায়ই ঘটে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন দুর্ঘটনায় আহত হয়েছেন বহু গায়ক। তবে এবার ব্যতিক্রমী এক দুর্ঘটনায় শোকে বিহ্বল সংগীতপ্রেমীরা। কনসার্ট চলাকালীন স্টেজ ভেঙে পড়ে মৃত্যু হলো জনপ্রিয় গায়ক ফ্যাটম্যান স্কুপের।

কনসার্ট চলাকালে মঞ্চেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। এমন পরিণতির শিকার যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‍্যাপার ফ্যাটম্যান স্কুপ। রোববার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, ৫৩ বছর বয়স হয়েছিল তার। ফ্যাটম্যানের পরিবার ও ম্যানেজার জানিয়েছেন, কানেকটিকাটে শুক্রবার স্থানীয় সময় রাতে চলছিল তার কনসার্ট। অনুষ্ঠান চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

অজ্ঞান হয়ে যান মঞ্চেই। কিছুক্ষণের মধ্যেই হয় মৃত্যু। অ্যাম্বুলেন্সে দ্রুত নেয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফ্যাটম্যানের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে যুক্তরাষ্ট্রের হিপহপ ইন্ডাস্ট্রিতে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছে পরিবার, বন্ধু ও ভক্তরা। বিশ্বজুড়ে তার লাখ লাখ ভক্ত রয়েছে ফ্যাটম্যানের। ৯০’-এর দশক থেকে হিপহপ জগতে প্রভাবশালী নাম ফ্যাটম্যান স্কুপ। তার প্রকৃত নাম আইজ্যাক ফ্রিম্যান।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।