ঢাকার বংশাল এলাকা থেকে আটক করা হয়েছে ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে। রবিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বংশালের একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাজী সেলিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে পুলিশ খুঁজছিল। মধ্যরাতে তাকে বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, হাজী সেলিমকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি সেখানেই রাতে থাকবেন। সোমবার (২ সেপ্টেম্বর) তাকে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ।
এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তাঁর। ২০২২ সালে এ সাজা কমিয়ে ১০ বছর করেন হাইকোর্ট।
‘স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে খুন: ঘাতক সন্দেহে আরেক জনকে হত্যা’
বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫)......বিস্তারিত