আবার গতি ফিরেছে প্রবাসী আয়ে। গত আগস্টে ব্যাংকিং চ্যানেলে ২২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই মাসে এসেছিল ১৬০ কোটি ডলার। সেই হিসাবে চলতি বছরের আগস্টে রেমিট্যান্স বেড়েছে ৬২ কোটি ডলার বা প্রায় ৩৯ শতাংশ। এর মধ্যে গত মাসের শেষ ২১ দিনে এসেছে ১৭৪ কোটি ডলার, যা মাসটির মোট রেমিট্যান্সের ৭৮ দশমিক ৩১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
রোববার বাংলাদেশ ব্যাংক দেওয়া তথ্যে এসব জানা গেছে। চলতি বছরের জুলাইতে রেমিট্যান্স প্রবাহ ছিলো এক দশমিক ৯১ বিলিয়ন ডলার। এই হিসাব অনুযায়ী, গত জুলাইয়ের চেয়ে আগস্টে রেমিট্যান্স বেড়েছে ১৬ দশমিক ২৩ শতাংশ। এদিকে গত জুনে ৪৭ মাসের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে দেশে, যার পরিমাণ ছিলো দুই দশমিক ৫৪ বিলিয়ন ডলার। ২০২৩ সালের জুনের চেয়ে ২০২৪ সালের জুনে রেমিট্যান্স বেড়ে দাঁড়ায় প্রায় ১৬ শতাংশ বেশি। ২০২২-২৩ অর্থবছরের জুনে প্রবাসীরা পাঠিয়েছিলেন দুই দশমিক ১৯ বিলিয়ন ডলার।
গত ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার এবং ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৬৫ কোটি ১৪ লাখ ডলার। এ ছাড়া গত ২০ আগস্ট একদিনেই প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১০৯ মিলিয়ন ডলার। আগস্ট মাসের প্রথম ২০ দিনেই দেশে আসা রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে ৪০৬ মিলিয়ন ডলার বা ৩৬ শতাংশ। ১ জুলাই থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাসের মাঝামাঝি এসে সহিংস হয়ে ওঠে।
কমে যায় রেমিট্যান্স প্রবাহ। আন্দোলনের গতি বাড়তে থাকায় সেই রেমিট্যান্স কমার ধারা চলতে থাকে। গণআন্দোলন আরও প্রবল হয়ে ৫ আগস্ট সরকারের পতন ঘটায়। আর তার দুদিন পর থেকেই বাড়তে থাকে রেমিট্যান্স প্রবাহ। জুলাইতে কোটা সংস্কার আন্দোলন হওয়ায় ব্যাংক খাতের ওপরেও নেতিবাচক প্রভাব পড়ে। ব্যাংক টানা তিন দিন বন্ধ থাকার কারণে জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কমে যায়।
তাতে মাস শেষেও রেমিট্যান্সের হিসাব দাঁড়ায় দুই বিলিয়নের নিচে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সবশেষ চলতি বছরের গত জুনে রেমিটেন্সে উল্লম্ফন হয়েছে; ৪৭ মাস পর সর্বোচ্চ আয় এসেছে দুই দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
‘স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে খুন: ঘাতক সন্দেহে আরেক জনকে হত্যা’
বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫)......বিস্তারিত