ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় বিক্ষোভকারীদের হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলা হয়। ওই ঘটনার সন্দেহভাজন ‘কারিগর’ ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফিকে বিমানবন্দরে আটক করেছে ডিবি পুলিশ।
গোয়েন্দা পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলছে, সোমবার (২ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে তাকে ডিবি পুলিশ আটক করেছে। আব্দুল্লাহিল কাফি ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ছিলেন। প্রসঙ্গত, সম্প্রতি ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার একটি ভিডিও ভাইরাল হয়।
পরে তথ্যযাচাইয়ে দেখা যায়, এটি গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ার ঘটনা। এই ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফির বিরুদ্ধে।
‘চুয়াডাঙ্গার জীবননগরে গণমাধ্যম কর্মিকে ইউএনওর হুমকি, স্থানীয় সাংবাদিক মহলে আতঙ্ক’
এইচ এম হাকিমঃ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের বাস......বিস্তারিত