ধীর গতিতে পানি নামতে শুরু করলেও বাড়ছে বন্যাকবলিত এলাকার মানুষের জনজীবনের দূর্ভোগ। বন্যার পানি কিছুটা নিম্নমূখী হওয়াতে মানুষজন আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ বাড়ি ফিরতে শুরু করেছে কিন্তু এখন সেখানে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট।
অন্যদিকে লক্ষ্মীপুরে খুব ধীরগতিতে নামছে বানের জল। ৫ উপজেলার মানুষ এখনও পানিবন্দি। সেখানে ক্ষতচিহ্ন স্পষ্ট হতে শুরু করেছে। বিশুদ্ধ পানি ও খাবারের সংকট প্রকট হয়েছে কবলিত এলাকায়।
এতে চরম ভোগান্তিতে রয়েছেন ১০ লাখ বানভাসি। ফেনীতে এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। জেলাটিতে প্রাণ হারিয়েছেন ২৮ জন। পানিবন্দি প্রায় ৫ লাখ মানুষ।
যারা ঘরবাড়িতে ফিরেছেন, তারা মেরামতে ব্যস্ত। ঘুরে দাঁড়াবার চেষ্টা চলছে তাদের। সরকারি-বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেয়া হলেও সেগুলো অপ্রতুল বলছেন দুর্গতরা। এদিকে, নোয়াখালিতে এখনও জলমগ্ন ৭ উপজেলা। কিছু এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই।
‘স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে খুন: ঘাতক সন্দেহে আরেক জনকে হত্যা’
বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিজানকে (৩৫)......বিস্তারিত