TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আপিল বিভাগের নতুন রেজিস্ট্রার হাসানুজ্জামান

প্রকাশিত : সেপ্টেম্বর ০৩, ২০২৪, ১৫:০৫

আপিল বিভাগের নতুন রেজিস্ট্রার হাসানুজ্জামান

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারক মুহা. হাসানুজ্জামান। তাকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে বদলি করে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আলাদা প্রজ্ঞাপন জারি করেছে বলে বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রজ্ঞাপনে আরও কয়েকজনকে বদলি করা হয়েছে। কুমিল্লার জননিরাপত্তা অপরাধ দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা জজ) বেগম মরিয়ম মুন মুঞ্জুরীকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২এর বিচারক (জেলা জজ) করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. মিজানুর রহমানকে রাজশাহীর যুগ্ম জেলা জজ পদে এবং রাজশাহীর যুগ্ম জেলা জজ মো.আফাজ উদ্দিনকে রংপুরের যুগ্ম জেলা জজ পদে বদলি করা হয়েছে।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো.শামীম সুফীকে সংযুক্ত করা হয়েছে আইন মন্ত্রণালয়ে। এছাড়া নওগাঁর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজুল ইসলাম ও বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদকে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে।

 

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।