TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বুধবার রাতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : সেপ্টেম্বর ০৩, ২০২৪, ১৫:১৬

বুধবার রাতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে যৌথ অভিযান পরিচালিত হবে আগামীকাল বুধবার রাত বারোটার পর থেকে। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) সাংবাদিকদের এই তথ্য জানান।

মঙ্গলবার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির কীভাবে আরও উন্নতি করা যায়, এ বিষয়ে আমরা কিছু কিছু পদক্ষেপও নেবো। তিনি বলেন, আপনারা জানেন আজকে কিন্তু অবৈধ ও বৈধ সব জমা দেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে।

তাই যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে অস্ত্র উদ্ধারের জন্য। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় বড় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে আগামী ৯ অক্টোবর থেকে। এব্যাপারে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন দুর্গাপূজা যাতে সুষ্ঠুভাবে হতে পারে, এজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি।

‌আশা করছি, পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে। কোনো ধরনের সমস্যা হবে না। সীমান্ত সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আপনারা জানেন মিয়ানমার সীমান্তে আমাদের একটু সমস্যা আছে। ‌


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।