TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

প্রকাশিত : সেপ্টেম্বর ০৪, ২০২৪, ১১:৪৬

পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু (৪৫) ও মঞ্জু প্রামাণিক (৪৪) নামের দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে পাবনা শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে মিলন হোসেন মধু এবং পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে। মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশা চালক।

নিহত মধু পাবনার পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাব এলাকার আরমান শেখের ছেলে এবং মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে। মধু বাস টার্মিনালে পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু পেশায় অটোরিকশা চালক ছিলেন। নিহতদের স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহতরা সকালে হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন। হোটেলের সামনে গেলে কয়েকজন তাদের ছুরিকাঘাত করেন। এ সময় তারা হোটেলের সামনে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলেও জানান তারা। পাবনা সদর ওসি রওশন আলী জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি আরও বলেন, যারা হত্যা করেছে তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং যারা মারা গেছে তারাও মাদক সেবনকারী। ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়েছে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।