TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারতে বাংলাদেশি সাংবাদিকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : সেপ্টেম্বর ০৪, ২০২৪, ১২:০১

ভারতে বাংলাদেশি সাংবাদিকের বিরুদ্ধে মামলা

ভুয়া খবর প্রচারের অভিযোগে ভারতে বাংলাদেশি এক সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধী সম্পর্কে ভুয়া খবর শেয়ার করেছেন।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, রাহুল ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশের পর সেই নিউজ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারের অভিযোগে বাংলাদেশের সাংবাদিক সালাহউদ্দিন শোয়েব চৌধুরীর নামে মামলাটি হয়েছে। সেই সাথে ‘অদিতি’ নামে ভারতীয় এক নারী সংবাদকর্মী-ও রয়েছেন এই মামলায়।

কর্ণাটক রাজ্য কংগ্রেস কমিটির আইনি ইউনিটের কো-অর্ডিনেটর জি শ্রীনিবাসের অভিযোগের ভিত্তিতে হাই গ্রাউন্ডস থানায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, গত ২৩ আগস্ট, সালাহউদ্দিন শোয়েব চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি লেখা পোস্ট করে দাবি করেছিলেন, সোনিয়া গান্ধী ভারতে বিয়ে করলেও খ্রিষ্টান ছিলেন এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট তিনি।

এ ছাড়া সোনিয়ার ছেলে রাহুল গান্ধী লন্ডনে বিএনপির শীর্ষ নেতার সঙ্গে দেখা করেছেন বলে দাবি করেন শোয়েব। রাহুলের বিরুদ্ধে এক নারীকে যৌন নিপীড়নেরও অভিযোগ করেন তিনি। শ্রীনিবাস বলেছেন, সোনিয়া ও রাহুল গান্ধীর সুনাম নষ্ট করতে পরিকল্পিতভাবে হরিয়ানা এবং জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের আগে এমন ভুয়া খবর ছড়ানো হয়েছে।


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।