TadantaChitra.Com | logo

২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে ‘শহীদী মার্চ’

প্রকাশিত : সেপ্টেম্বর ০৫, ২০২৪, ১০:৫৪

ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে ‘শহীদী মার্চ’

কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে আজ সারা দেশে ‘শহিদি মার্চ’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। সরকারি হিসেবে এই আন্দোলনে ১৭ হাজার ৯২৬ জন আহত হয়েছেন। আর নিহত হয়েছেন ৬১৭ জন। সারজিস আলম জানান, ‘শহীদী মার্চ’-টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হবে। পরে তা রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত-কলাবাগান-ফার্মগেট ঘুরে টিএসসিতে এসে শেষ হবে।

সংবাদ সম্মেলনে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য সরকারকে সহযোগিতা করছে শিক্ষার্থীরা। বলেন, ‘১৯৭২-এর সংবিধান মূলত আওয়ামী লীগের, সেটি জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল।’ সংবাদ সম্মেলনে সমন্বয়করা জানান, যেখানে চাঁদাবাজি হচ্ছে সেখানেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করছে।

 


যোগাযোগ

বার্তা ও বানিজ্যিক কার্যলয়

কাব্যকস সুপার মার্কেট, ৩ ডি কাওরান বাজার, ঢাকা-১২১৫।

মোবাইলঃ ০১৬২২৬৪৯৬১২, ০১৬০০০১৪০৪০

মেইলঃ tadantachitra93@gmail.com, tchitranews@gmail.com

সামাজিক যোগাযোগ

Web Design & Developed By
A

তদন্ত চিত্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।